Advertise top
বাংলাদেশ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম    

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই সার কারখানায় বার্ষিক ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন করা হবে। এর মাধ্যমে ইউরিয়া সার আমদানিতে বছরে প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বাংলাদেশের।

 

রবিবার, ১২ নভেম্বর বেলা ১২টা ৪৫ মিনিটে এ কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

কারখানার উদ্বোধন উপলক্ষে গত বৃহস্পতিবার, ৯ নভেম্বর সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা জানান, দেশে ইউরিয়া সারের চাহিদা বছরে ২৬ লাখ টন। স্থানীয় কারখানা থেকে সার উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ লাখ টন। বাকিটা আমদানি করতে হয়। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালুর মধ্য দিয়ে দেশে সার উৎপাদন অনেক বাড়বে। এতে বিদেশ থেকে সার আমদানিতে যে টাকা ব্যয় হয়, সেখান থেকে প্রায় ৭ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal