Advertise top
বিদেশ

যুক্তরাষ্ট্র-ভারত বৈঠক; দিল্লিতে পিটার হাস !

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম     আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

যুক্তরাষ্ট্র-ভারত বৈঠক; দিল্লিতে পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

 

ভারতের নয়াদিল্লিতে আজ  যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের টু প্লাস টু বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ওই বৈঠকে যোগ দেবেন। তবে ব্লিঙ্কেনের আসার আগেই সেখানে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

 

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক ইয়াসি শেলির প্রতিবেদনে বলা হয়, পিটার হাসের উপস্থিতিতে আলোচনায় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যু প্রধান্য পেতে পারে।

 

যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত থাকবেন। ভারতের রাজধানীতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

 

তবে যুক্তরাষ্ট্র ও ভারতের এ বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে কি না, তা নিয়ে দিল্লি বা ওয়াশিংটন কারও পক্ষ থেকেই নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা হয়নি। ওই আলোচনায় প্রাসঙ্গিক ‘ইনপুট’ দিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন বলে বিবিসি জানিয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal