Advertise top
নির্বাচন

দায়িত্ব পালন আগে, প্রয়োজন হলে ক্ষমতা ও শক্তি প্রয়োগ: সিইসি

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:১১ পিএম    

দায়িত্ব পালন আগে, প্রয়োজন হলে ক্ষমতা ও শক্তি প্রয়োগ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

 

প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন,  নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার চাপা পড়ে যাবে। অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন আগে,প্রয়োজন হলে ক্ষমতা ও শক্তি প্রয়োগ করতে হবে।

 

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমরা কমিশন থেকে চাইবো- আপনারা প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, জ্ঞান দিয়ে দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।

 

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) শুক্রবার,১০ নভেম্বর আয়োজিত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

সিইসি বলেন, নির্বাচন কমিশন কখনই একা কাজ করতে পারে না। আপনাদের (প্রশাসন) সহায়তা নিয়েই আমাদের কাজ করতে হয়।

 

নির্বাচন নিয়ে দেশ মাতোয়ারা হয়ে আছে উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিদিন বক্তব্য হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচনটা দেখতে আগ্রহী। বিভিন্ন দেশ ও সংস্থা থেকে নির্বাচন পর্যবেক্ষক আসবেন।

 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal