Advertise top
খেলা

বিশ্বচ্যাম্পিয়নরা ১০ ছাড়ালো

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম       

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেল ইংল্যান্ড
নেদারল্যান্ডসকে হারিয়ে খুশি ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

 

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড অনেক দিন ধরেই জয়ের তালিকার একদম নিচে, ১০ নম্বরে ছিলো। নেদারল্যান্ডের সাথে জিতে উপরে উঠেছে একধাপ। আর দলে যুক্ত হয়েছে ২টি জয়ের পালক।

 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার, ৮ নভেম্বর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বেন স্টোকসের সেঞ্চুরিতে ৫০ ওভারে করে  ৩৩৯ রান। ৮৪ বলে ১০৮ রান করেন স্টোকস। এছাড়া ডেভিড মালান করেন ৭৪ বলে ৮৭ রান।

 

৩৪০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ডাচরা। মাত্র ১৩ রানে জোড়া উইকেট হারায় তারা।

 

এরপর উইসলি বারসি ও সাইব্রান্ড এঙ্গেল্বার্ট মিলে ৫৫ রানে জুটি গড়ে শুরু ধাক্কা সামাল দেন। তবে দলীয় ৬৮ রানে ৬২ বলে ৩৭ রান করে আউট হন বারসি।

 

৩৬ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। তবে স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানারু মিলে ৫৯ রানের জুটি গড়েন। দলীয় ১৬৩ রানে ৪২ বলে ৩৮ রান করে এডওয়ার্ডস আউট হলে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ডাচদের ব্যাটিং লাইন। ফলে ৩৭ ওভার ২ বলে ১৭৯ রানে অলআউট হয় ডাচরা।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal