Advertise top
বাংলাদেশ

মসজিদে নববী জিয়ারত করেন প্রধানমন্ত্রী

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১১:১১ এএম       

প্রধানমন্ত্রীর মসজিদে নববী জিয়ারত
মহানবীর রওজা জিয়ারতের পর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

 

সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (স) রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সৌদি আরব সময় রবিবার সন্ধ্যায় মহানবীর রওজা জিয়ারতের পর মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তার বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।

 

জেদ্দায় ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শুরুতেই মহানবীর রওজা জিয়ারত করতে মদিনায় যান তিনি। মসজিদে নববীতে আসর ও মাগরিবের সালাত আদায়ও করেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সৌদি আরবের উদ্দেশে রওনা দেন । তাকে বহনকারী বিমান মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক

 

বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রীয় অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মদিনার ডেপুটি গভর্নর ড. ইব্রাহিম আল ঘামিদি। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal