Advertise top
নির্বাচন

নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই: ইসি সচিব

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম    

নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই: ইসি সচিব
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে ইসি সচিব। ছবি: সংগৃহীত

 

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর হোসেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই। নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।

 

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে আজ  সোমবার নির্বাচন কমিশনের বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

 

জাহাঙ্গীর আলম বলেন, বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই।

 

তিনি বলেন, 'গতকাল হরতালের পর আগামী তিন দিন অবরোধ পালন করবে বিএনপি।বিএনপির কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।”

 

নির্বাচনকে সামনে রেখে কমিশন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ প্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal