বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
ভোলায় চালককে ছুরিকাঘতে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পূর্ব ইলিশা ইউনিয়নে রবিবার, ২৯ অক্টোবর রাতে ব্যারিস্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক শফিকুল ইসলাম (৬৫) পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মোতালেব (মৃত)এর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে পূর্ব ইলিশা ইউনিয়নে ব্যারিস্টার কাচারি এলাকায় যাত্রী নিয়ে গেলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান, আগেই তাঁর মৃত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোলা থানার ওসি শাহীন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাই করতে তাকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন