বরিশাল নিউজ, ঝালকাঠি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:১০ পিএম
ঝালকাঠির কাঁঠালিয়ার হলতা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঘোষের হাটে হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মী পূজা উপলক্ষে এ নৌকা বাইচ ও মেলার আয়োজন করা হয়।
বাইচে পাঁচটি দল অংশ নেয়।হলতা নদীর দুই তীরে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় মো.বেলায়েত হোসেন রাজা মাঝির দল প্রথম হয়। দ্বিতীয় হয় মো. জাফর তালুকদারের দল এবং তৃতীয় হয় মো.কবির সিকদারের দল।
কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নেছার উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন