Advertise top
বরিশাল

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ এবং যুদ্ধ বন্ধের দাবি বরিশালবাসীর

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম     আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ এবং যুদ্ধ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ। ছবি: বরিশাল নিউজ

 

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদ ও বোমা বর্ষণ বন্ধের দাবি জানিয়েছেন নগরীসহ গোটা বরিশালে মুসুল্লীগন। শুক্রবার জুম্মার নামাজের পর জেলা ও উপজেলা সদরের প্রায় প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করেন তারা।

 

মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকদের বিদেহী আত্মার শান্তি কামনায় জুম্মার নামাজের পর প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

 

নগরীর সদর রোডস্থ বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজের পর খেলাফত মসলিসের জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্ব জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, পশ্চিম জেলা সভাপতি সাইদুর রহমান শাহিন, আব্দুল মজিদ প্রমুখ। তাঁরা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী নির্বিচারে বোমা বর্ষণের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে। এতে নিরিহ ফিলিস্তিনিবাসী মারা যাচ্ছে। এই গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বক্তারা বিশ্ব নেতাদের প্রতি আহবান করেন।

 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal