বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম
নিউজিল্যান্ডের সাথে ম্যাচে ইনজুরি শঙ্কায় পড়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সময় উরুর মাংস পেশিতে টান লেগেছিল তার। ম্যাচ শেষ হতেই স্ক্যান করাতে হাসপাতালে ছোটেন সাকিব।
ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হন নাজমুল শান্ত। তিনি জানান, স্ক্যান করাতে হাসপাতালে গেছেন সাকিব।
বিসিবির সূত্র আজ শনিবার জানিয়েছে, সাকিবের স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। তিনি পুরোপুরিই সুস্থ আছেন। এছাড়া কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের জ্বর হওয়া কথা ছড়িয়েছে। সেটাও সত্য নয় বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে শনিবার বিকাল ৩টার দিকে পুনে পৌঁছেছে বাংলাদেশ দল। আসরে নিজেদের চতুর্থ ম্যাচের আগে তিন দিনের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। অর্থাৎ তিনদিন কোন অনুশীলন নেই টাইগারদের।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন