Advertise top
খেলা

বাংলাদেশ ২৪৫/৯

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম     আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম

খেলছেন সাকিব- মুশফিক

 

বাংলাদেশ ৫৬ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দলকে ৯৬ রানের জুটি দিয়ে লড়াইয়ে ফেরান। কিন্তু তারাও পরপর আউট হন। সাকিব ৪০ রানের ইনিংস খেলে ক্যাচ দেন। মুশফিকের ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ বলে ৬৬ রানের ইনিংস। 

 

তারা ফেরার পর দলের হাল ধরতে নামেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে হৃদয় ১৩ রান করে সাজঘরে ফিরে যান। তবে শেষ পর্যন্ত লড়াই করেন রিয়াদ। তিনি ৪৯ বলে দুটি করে চার ও ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে দুই ছক্কায় ১৭ রান করে দলকে লড়াই করার পুঁজি এনে দেন তাসকিন।

 

মুশফিকের ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ বলে ৬৬ রানের ইনিংস। তিনি ছয়টি চার  ও দুটি ছক্কার শট খেলেন।

 

৩০ ওভারে ১৫২/৫।

 

৪০ রানে আউট হলেন সাকিব, মুশফিকের সঙ্গে তাঁর জুটি ৯৬ রানের।

সাকিব ৫১ বলে তিন চার ও দুই ছক্কায় ৪০ রানের ইনিংস খেলে ক্যাচ দেন।

 

খেলছেন সাকিব- মুশফিক

ফিরলেন নাজমুল, বাংলাদেশ ৫৬/৪

 

 

মিরাজ আউট, বাংলাদেশ ৫৬/৩

লাকি ফার্গুসনের বলে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়েছেন মিরাজ। নিউজিল্যান্ড পেয়েছে তৃতীয় উইকেট। মিরাজ ৩০ রান করতে খেলেছেন ৪৬ বল। চারটি চার মেরেছেন মিরাজ।

 

১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৪৬ রান।

 

তানজিদ আউট, বাংলাদেশ ৪০/২

 

প্রথম বলে আউট লিটন, বাংলাদেশ ০/১

প্রথমে বলে উইকেট। ম্যাচের প্রথম বলেই আউট লিটন দাস।

 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal