Advertise top
বাংলাদেশ

নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কোথায় গণতন্ত্র এনেছে: পররাষ্ট্রমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম    

নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কোথায় গণতন্ত্র এনেছে: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার নিজ দপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে

 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমি (মার্কিন কর্মকর্তা) তাদের প্রশ্ন করেছিলাম তোমরা নিষেধাজ্ঞা দিয়ে কোন দেশে গণতন্ত্র এনেছো? তোমরা নাইজেরিয়া, কম্বোডিয়া, হাঙ্গেরিতে নিষেধাজ্ঞা দিয়েছিলে। কোথাও কি তোমরা সফল হয়েছো? উত্তরে জানিয়েছে, কোথাও না। সুতরাং এগুলো অকাম। এগুলো উত্তেজনার সৃষ্টি করে।’

 

আজ বৃহস্পতিবার তিনি তাঁর দপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

 

যুক্তরাষ্ট্র নতুন করে বাণিজ্যিকসহ কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। দেবে কি না, সেটাও জানি না। তবে ওদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। এগুলো থেকে এটাও আমি বলতে পারি না যে দেবে না। এটা অপ্রাসঙ্গিক।’

 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। তারা মাঝপথে থেমে গেছে বলে যে সংবাদ বেরিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল, তিনি মিথ্যাবাদী সাংবাদিক। তিনি আহাম্মক ছাড়া কিছুই নন।’

 

বিশেষ অনুরোধ নয়

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল না পাঠালে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিশেষভাবে অনুরোধ করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফরে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করা হবে কি না, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল এলে ভালো, না এলে আমরা তাদের বিশেষভাবে অনুরোধ করব না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমাদের আত্মবিশ্বাস আছে।’

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কারও দলে নেই, কারও লেজুড় হতে চাই না। আমরা ছোট দেশ হয়েও বড় দেশের কথা শুনি না। আমরা তাদের জিনিস কিনি না, এ জন্য একটু বেড়াজালে আছি। তবে সব ঠিক হয়ে যাবে।’

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal