Advertise top
বিদেশ

আরব ও মুসলিম বিশ্বের প্রতি হামাস নেতার আহ্বান

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম    

আরব ও মুসলিম বিশ্বের প্রতি হামাস নেতার আহ্বান
হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল। ছবি: সংগৃহীত

 

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল আরব ও ইসলামী বিশ্বজুড়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। আগামী শুক্রবার ফিলিস্তিনিদের সমর্থনে এই বিক্ষোভের আহ্বান জানিয়েছেন তিনি।

 

আল জাজিরা ও রয়টার্স সূত্রে জানা গেছে, হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল ফিলিস্তিনিদের সমর্থনে আরব বিশ্বে বিক্ষোভের আহ্বান জানিয়ে একটি রেকর্ড করা বিবৃতি দিয়েছেন।

 

বর্তমানে হামাসের প্রবাসী অফিসের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মিশাল। বিবৃতিতে তিনি বলেছেন, (আমাদের অবশ্যই) ‘আল-আকসা ফ্লাড’ এর অংশ হিসেবে শুক্রবার আরব এবং ইসলামিক বিশ্বের প্রতিটি স্কয়ার ও রাস্তায় নামতে হবে।

 

এর আগে গত শনিবার, ৭ অক্টোবর হামাস ইসরাইলের অভ্যন্তরে হাজার হাজার রকেট নিক্ষেপ করার মাধ্যমে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করে। হামাসের হামলার পর ইসরাইলি বাহিনী টানা চতুর্থ রাতেও গাজা উপত্যকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ইসরাইলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ জনে।

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal