বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১২:১০ পিএম আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:৪৬ পিএম
১৮ তম ওভারে এসে প্রথম উইকেট পেয়ে বাংলাদেশ। সাকিবই আনলেন সেই ব্রেকথ্রু, দিলেন জুটি ভেঙ্গে। ইংল্যান্ডের রান তখন ১১৫ রান।
১৭.৫ ওভার। দ্রুতগতির বল। টার্ন করেনি তাতে। ব্যাকফুটে গিয়ে ভুলটা করেছেন জনি বেয়ারস্টো। আড়াআড়ি খেলতে গিয়ে হয়েছেন বোল্ড।
ইংল্যান্ডের দুই ওপেনার মিলে সাকিবের প্রথম ২৮ বলে মেরেছিলেন মাত্র একটি বাউন্ডারি। ২৯তম বলে ফিরলেন বেয়ারস্টো। তিনি আউট হয়েছেন ৫৯ বলে ৫২ রান করে।
বিশ্বকাপে সাকিবের এটা ৩৮তম উইকেট। স্পিনার হিসেবে তাঁর ওপরে আছেন মুত্তিয়া মুরালিধরন (৬৮) ও ইমরান তাহির (৪০)।
ইংল্যান্ডের ১১৫ রানে জুটি ভাঙ্গলেন সাকিব আর হাসান
ইংল্যান্ডের ১০০/০
প্রথম ১৬ ওভারে মাত্র ৪ ওভারে আসেনি কোনো বাউন্ডারি। এর মধ্যে ৩টিই করেছেন সাকিব। ১৫.৩ ওভারে ইংল্যান্ড ছুঁয়ে ফেলেছে ১০০ রান।
১০ ওভারে ইংল্যান্ড ৬১/০
ইংল্যান্ডের ৫০
৮.১ ওভারে ইংল্যান্ড ছুঁয়ে ফেলেছে ৫০। ওপেনিং জুটি অবিচ্ছিন্ন।
এরমধ্যে রয়েছে ৭ চার, ২ ছক্কা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন