Advertise top

বাংলাদেশকে ভয় পেতে নারাজ বাটলার

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম       

বাংলাদেশকে ভয় পেতে নারাজ বাটলার

 

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি।প্রথম খেলাতেই নিউ জিল্যান্ডের কাছে পয়েন্ট হারিয়েছেন। তাই বলে বাংলাদেশের কাছে হারবে? প্রস্তুতি ম্যাচের ইঙ্গিত দিলেন ইংলিশ অধিনায়ক।

 

বিশ্বমঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে কিছু সুখস্মৃতি আছে বাংলাদেশের। বিশ্ব আসরে দুই দলের মুখোমুখি হওয়া শেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল সাকিবরা। ২০১৫ সালে তো বাংলাদেশের কাছে হেরেই ইংলিশরা বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে।

 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য বড় হুমকি কি না, এমন প্রশ্নের জবাবে বাটলার বলেন, 'না মোটেও না। বাংলাদেশের বিপক্ষে মাত্রই তো দারুণ একটা ম্যাচ খেললাম। তারা অনেক ভালো দল, আমরা প্রত্যেক প্রতিপক্ষকেই সম্মান জানাই। বিশ্বকাপে তো কঠিন লড়াই আশা করবেন। দুই দলই একটা করে ম্যাচ খেলল। দল হিসেবে আমরা অনেক আত্মবিশ্বাসী।'

 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal