বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:১০ পিএম আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৯:১২ পিএম
ইসরায়েল হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক আল জাজিরার লাইভ প্রতিবেদনে আজ রবিবার এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে আরও বলা হয়েছে, গাজা থেকে সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসরায়েলের ওপর এ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, হামাস-ইসরায়েল সংঘাতের পর ৬০০ জনের বেশি ইসরায়েলি নিহত এবং ২ হাজারের বেশি আহত হওয়ার ঘটনায় যুদ্ধের অনুমতি দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।
ইসরায়েলের সরকারি প্রেস অফিসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইসরায়েলের মৌলিক আইনের ৪০ ধারা অনুযায়ী যুদ্ধ ঘোষণাটি নেওয়া হয়েছে। ইসরায়েলের কোনো লিখিত সংবিধান নেই, তবে এর ১৩টি মৌলিক আইন একই ধরনের কাজ করে।
নেতানিয়াহু রবিবারের ঘোষণার আগে বলেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের জন্য শক্তিশালী প্রতিশোধ নেবে।
এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় ফলে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন