Advertise top
খেলা

বিশ্ব আজ দেখবে বাংলাদেশ-আফগানিস্তানের লড়াই

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১০:১০ এএম     আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:৫০ এএম

বিশ্ব আজ দেখবে বাংলাদেশ-আফগানিস্তানের লড়াই
সাকিব আল হাসান-রশিদ খান। ছবি সংগৃহীত

 

বিশ্বকাপ ২০২৩ শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে। বিশ্ব ইতোমধ্যে দেখেছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং পাকিস্তান-নেদারল্যান্ডের খেলা।  আজ দেখবে বাংলাদেশ-আফগানিস্তানের খেলা।

 

ভারতের ধর্মশালায় বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৩/৪৫ ম্যাচ।  আর বাংলাদেশ-আফগানিস্তানের বিশ্বকাপ যাত্রা।

 

দৈনিক প্রথম আলো দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেইল স্টেইনের বরাত দিয়ে  তাদের প্রতিবেদনে লিখেছে, এ ম্যাচ হবে স্পিন বনাম স্পিনের লড়াই। ডেল স্টেইনের মতে, দুই দলেরই ‘ডিএনএ’ হচ্ছে স্পিন। স্পিনাররাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন।

 

স্টেইন সেখানে আরও বলেছেন, স্পিনের এ লড়াইয়ে বাংলাদেশের হয়ে লড়াইয়ের কেন্দ্রে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান এবং আফগানিস্তানকে পথ দেখাবেন রশিদ খান। তবে দুজনের মধ্যে তুলনায় রশিদের চেয়ে সাকিবকেই কিছুটা এগিয়ে রাখলেন স্টেইন। মূলত আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বকাপে পারফরম্যান্সের কারণে সাকিব এ লড়াইয়ে এগিয়ে থাকবেন বলে মনে করেন স্টেইন। পাশাপাশি রশিদ একার কাঁধে বিশ্বকাপে আফগানিস্তানকে টেনে নিতে পারবেন কি না, সে প্রশ্নও তুলছেন তিনি।

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন এর কাছে দুই দলের কাছেই ম্যাচটি ‘উইন-উইন’। ফলে একটা চাপা উত্তেজনা কাজ করার কথা। এ ম্যাচ বিশ্বকাপে বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই বাঁচা-মরার। তাই বেশি আবেগপ্রবণ বা উচ্চাভিলাষী না হওয়ার পরামর্শ তাঁর।

 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal