Advertise top
রাজনীতি

একতরফা নির্বাচনের তফশিল ঘোষণা হলে কঠোর আন্দোলন: বাম জোটের

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম    

একতরফা নির্বাচনের তফশিল ঘোষণা হলে কঠোর আন্দোলন: বাম জোটের
বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে বামজোটের সমাবেশ

 

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

 

নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। সেখানে অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষে জোটের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 

সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আওয়ামী লীগ এবারও একতরফা ভোটারবিহীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একতরফা নির্বাচনের উদ্দেশ্যে তফশিল ঘোষণা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা।

 

সিপিবির বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal