Advertise top
খেলা

এখন মাঠে নিজেদের প্রমাণ করার পালা: সাকিব

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম     আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০২:১১ এএম

এখন মাঠে নিজেদের প্রমাণ করার পালা: সাকিব
ক্যাপ্টেনস ডে প্রশ্নোত্তরে সাকিব আল হাসান

 

আর দিন গোনা নয়। শুরু হয়েছে ঘন্টার হিসাব।  ভারতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে বৃহস্পতিবার বেলা  ১১টায়। এই বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে  একদিন আগে আয়োজন করা হয় 'ক্যাপ্টেন্স ডে'। সেখানে নিজেদের লক্ষ্যে কথা জানিয়েছেন অধিনায়করা।

 

'ক্যাপ্টেন্স ডে' উপস্থাপনা করেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান।

 

দলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া কতটা চাপের এমন প্রশ্নে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘না এমন (চাপ অনুভব) কিছু হয় না। বরং এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য। ব্যক্তিগতভাবে আমি পরিসংখ্যানে খুব একটা নজর দেই না। এটা আসলে দলে অবদান রাখার ব্যাপার। আমার কাছে দলই আগে। ক্যারিয়ারজুড়ে এটাই আমার মোটো (লক্ষ্য) ছিল।'

             

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সাকিব আরও বলেন, ‘আমি মনে করি প্রস্তুতি ভালো হয়েছে। যদি ২০১৯ বিশ্বকাপ থেকে গত ৪ বছরের কথা বলি তাহলে আমরা বোধহয় ৩ বা ৪ নম্বরে থেকে শেষ করেছি, ওয়ানডে সুপার লিগে। দল হিসেবে আমরা খুব ভালো করেছি। এখন সময় বিশ্বকাপে নিজেদের দেখানোর। আমাদের দল প্রস্তুত। আর আমাদের দেশের মানুষও প্রত্যাশা করছে এমন কিছু করবো যা আগে করিনি।’

 

 

আইসিসির ভুল !

সাকিব যখন কথা বলছিলেন তখন তার পরিচয় দিতে গিয়ে নামের নিচে লেখা ছিল 'Captain, Pakistan'। যা আসলে গ্রাফিক্সজনিত ভুল। 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal