বরিশাল নিউজ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দুইটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। প্রশাসনিক ভবন ১এর ৩য় তলায় বিজনেস স্টাডিজ ও আইন অনুষদের জন্য ১টি এবং সামাজিক বিজ্ঞান ও কলা ও মানবিক অনুষদের জন্য নিচ তলায় ১টি ল্যাব উদ্বোধন করা হয়।
বুধবার, ৪অক্টোবর দুপুরে ফিতা কেটে ল্যাব দুইটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪টি অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর, প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, শিৰক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন