বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ পিএম
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮ /৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের পরিবর্তে খেলা হয় ৩৭ ওভারের। ডিএলএস মেথডে জয়ের জন্য ইংলিশদের লক্ষ্য ১৮৯ রান।
বৃষ্টিতে ঢাকা পড়ল পিচ, বাংলাদেশ ১৫৩/৫
বৃষ্টিতে বন্ধ রয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ। খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে রান করেছে ১৫৩। মিরাজ ৭৩ ও হৃদয় ৫রানে অপরাজিত আছেন।
মিরাজের ফিফটি
বাংলাদেশ স্কোর: ১৩৮/৪, ওভার ২৫.৫
মেহেদী হাসান মিরাজ দলের হয়ে ৫০ রান করলেন ৬৪ বলে। ৭টি চারের সাহায্যে মিরাজ এই রান করেন।
বাংলাদেশ স্কোর: ৪৭/২, ওভার ১০।
১০ ওভার শেষে বাংলাদেশ করেছে ৪৭ রান। হারিয়েছে লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট।
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ;ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক শান্ত
বিশ্বকাপের মহারণ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে এবার ইংল্যান্ডের মুখোমুখি লাল সবুজের দল। এরআগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।
গৌহাটির বারসা পাড়া স্টেডিয়ামে সোমবার,২ অক্টোবর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টস জিতে ব্যাটিং নামে বাংলাদেশ। খেলা শুরু হয় ২টা ৩০ মিনিটে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত ((অধিনায়ক) লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
ইংল্যান্ড স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন