বরিশাল নিউজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম
এলজিইডি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন ঠিকাদাররা। নগরীর বান্দ রোডে এলজিইডি ভবনের সামনে শনিবার এ মানববন্ধন ও বিক্ষোভ হয়।
এ সময় বক্তব্য দেন- ঠিকাদার হাসনাইন চৌধুরী, হাফিজুর রহমান, পটুয়াখালীর হ্যানরি গাজী, শাকিল আহমেদ।
ঠিকাদারদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীকে প্রতিটি বিদ্যালয় নির্মাণ শেষে ফাইনাল বিলের প্রত্যয়নের জন্য সোয়া লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এতে তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি বিদ্যালয়গুলো সময় মতো হস্তান্তর করা সম্ভব হয় না।
অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, অনৈতিক সুবিধা না দেওয়ায় তারা এসব মিথ্যা অভিযোগ তুলেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন