Advertise top
বরিশাল

বালুবাহী ট্রাকচাপায় ২ শ্রমিকের মৃত্যু

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম    

বালুবাহী ট্রাকচাপায়  ২ শ্রমিকের মৃত্যু
কাউনিয়া থানা

 

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় পুকুর ভরাট করার সময় বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুলসংলগ্ন সড়কে  শুক্রবার রাত ১টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইউনুস (৫৯) ও হাবিব (৩৮) ওই এলাকার কনট্রাক্টর বাড়িতে মামুন চৌধুরীর বাসায় ভাড়াটিয়া থেকে দিনমজুরের কাজ করতেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কনট্রাক্টরের বাড়ির একটি পুকুর ভরাট করার কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক ঘটনাস্থলে পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে এবং ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস, হাবিবসহ শ্রমিকরা।

 

ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকা দুটির পাশ থেকে বালু সরানোর সময় ট্রাকটি পেছনের দিকে গেলে তার চাকার নিচে চাপা পড়েন ইউনুস ও হাবিব। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

 

বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি।

 

এ বিষয়ে কাউনিয়া থানার এসআই শহীদুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal