Advertise top
বরিশাল

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম     আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
বিএনপি নেতা রিয়াজুল ইসলাম সবুজ

 

ঝালকাঠির নলছটিতে সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম সবুজ (৪০) নামের একজন বিএনপি নিহত হয়েছেন। উপজেলার কাঠের ঘর এলাকায়  বুধবার,২৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে । রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। এছাড়া তিনি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

 

বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু বলেছেন, বুধবার রাতে রিয়াজুল ইসলাম সবুজসহ ৩ জন আরোহী মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জে থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে আসছিলেন। নলছিটি উপজেলার কাঠেরঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলার তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াজুল ইসলাম সবুজকে মৃত ঘোষণা করেন।

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal