বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় রবিবার, ২৪ সেপ্টেম্বর বজ্রপাতে মোস্তফা বিশ্বাস (৬৫) নামে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। মোস্তফা ওই গ্রামের বাসিন্দা ও চাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
সকালে নিজ ফসলি জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা। পথে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁকে বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন