বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
১০/ ৫০- পাথিরানা-০ রান, ১৫.২ ওভার / হার্দিক পান্ডিয়া
৯/ ৫০- মধুসান-১ রান, ১৫.১ ওভার / হার্দিক পান্ডিয়া
৮/ ৪০- দুনিথ-৮ রান, ১২.৩ ওভার / হার্দিক পান্ডিয়া
৭/ ৩৩- কুশল মেন্ডিস- ১৭ রান, ১১.২ ওভার/ মোহাম্মাদ সিরাজ।
৬/ ১২ - দানুস সানাকা-০ রান- ৫.৪ ওভার)/ মোহাম্মাদ সিরাজ।
মোহাম্মাদ সিরাজ ৬ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট!
মোহাম্মাদ সিরাজ এক ওভারে (৪র্থ ওভার) চার উইকেট পাওয়ার উদযাপন।
শ্রীলঙ্কা ১২/৫ !
বুমরাহ ১, সিরাজ ৪ উইকেট। শ্রীলঙ্কার রান ১২!
৫/ ১২ - সিলভা - ৪ রান, ৩.৬ ওভার)/ মোহাম্মাদ সিরাজ।
৪/ ৮ - আসালাঙ্কা-০ রান ,৩.৪ ওভার)/ মোহাম্মাদ সিরাজ।
৩/ ৮ - সাদিরা-০ রান, (৩.৩ ওভার)/ মোহাম্মাদ সিরাজ।
২/ ৮ - পাথুম নিশানকা-২ রান, ৩.১ ওভার/ মোহাম্মাদ সিরাজ।
১/ ১ - কুশল পেরেরা-০ রান, ০.৩ ওভার)/ বুমরাহ।
প্রথম ওভারে উইকেট পেয়ে বুমরাহর উদযাপন।
বৃষ্টি কমেছে; ভারত-শ্রীলঙ্কা মাঠে
এশিয়া কাপ ফাইনাল। বৃষ্টি কমার সাথে সাথে মাঠে নেমেছে ভারত-শ্রীলঙ্কা। আগেই বলা হয়েছিল ৪-১০ মিনিটে শুরু হবে খেলা। টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিং বেছে নিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন