Advertise top
বিভাগের খবর

প্রধানমন্ত্রীর কাছে জলবায়ু তহবিল থেকে বরাদ্দ চাইলেন রাসিক মেয়র

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম     আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ এএম

প্রধানমন্ত্রীর কাছে জলবায়ু তহবিল থেকে বরাদ্দ চাইলেন রাসিক মেয়র

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জলবায়ু তহবিল হতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিভাগের জন্য বরাদ্দ চেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

গণভবনে  বৃহস্পতিবার,১৪ সেপ্টেম্বর  ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান রাসিক মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, `মাননীয় প্রধানমন্ত্রী আমরা লক্ষ্য করেছি গতকাল আপনি বলেছেন, জলবায়ু তহবিলের যে প্রকল্পগুলো তৈরি হয়, সেগুলো ডেল্টা প্ল্যান-২১০০ কে মাথায় রেখে যেন করা হয় এবং সুন্দরবন এলাকাটি অগ্রাধিকার পাবে। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজশাহী জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত এলাকা। প্রচণ্ড গরম, পানির লেয়ার নিচে নেমে গেছে, পানি আর্সেনিক যুক্ত এবং পদ্মা নদীর পানি তো কমে গেছে, আপনি নিজেও জানেন। ফলে রাজশাহীতে খরার কারণে মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়। আমরা রাজশাহী বিভাগ জলবায়ু তহবিল থেকে কিছু বরাদ্দ পাই, একটু বিবেচনা করবেন।‘

 

তিনি আরো বলেন, আমাদের সামনে পুরো বাংলাদেশ আছে। দেশের সকল সংসদ সদস্য, মেয়র, জেলার পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ স্থানীয় সরকারের সকল জনপ্রতিনিধি প্রত্যেককে জনগণ থেকে নির্বাচিত হয়ে যখন এখানে এসেছেন, তাহলে পুরো বাংলাদেশটি আমাদের সামনে আছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী দারুণ একটি উদ্যোগ। প্রধানমন্ত্রীর কথাগুলো একসঙ্গে সারাদেশে পৌছে যাবে ইনশাল্লাহ।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের অজর্নগুলো তুলে ধরে রাসিক মেয়র বলেন, আমরা দুইবার আপনার কাছ থেকে জাতীয় পরিবেশ পদক পেয়েছি। পরপর দশবার ইপিআই কার্যক্রমে দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছি, জন্ম ও মৃত্যু নিবন্ধনে দুইবার দেশসেরা হয়েছি। ঢাকা সিটির মতো এতো আয় আমাদের নাই। যে স্বল্প আয় হয়, তাতে বেতন-ভাতা দিতে পারি। তারপরও কিছু টাকা আমাদের সঞ্চয় থাকে। এটাকে আরো সবল করতে চাই। সেই কারণে কিছু জায়গা জমি যদি জেলা প্রশাসকগণকে আপনি বলে দেন, যেগুলোর আমরা মালিকানা নিব না, শিশুদের বিনোদনের জন্য পার্ক ও খেলার মাঠ করে দেব।

 

রাসিক মেয়র বলেন, রাজশাহী সহ সারাদেশের উপজেলাগুলো, যেগুলো এখন শহর হয়ে উঠছে, এখন থেকে সেখানে পরিকল্পনাগুলো ইমপোস করে দেন, তাহলে খুব ভালো হয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলার কিছু নাই। আপনি সবই বুঝেন, সবই করেন আমি আপনার সুস্থ্যতা কামনা করি, আপনি বাংলাশের মানুষের কল্যানে আরো অনেক কাজ করে যান।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal