Advertise top
বরিশাল

ভোটার হতে এসে রোহিঙ্গা তরুন গ্রেপ্তার

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম    

ভোটার হতে এসে রোহিঙ্গা তরুন গ্রেপ্তার

 

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকায় নাম ওঠাতে আসা এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রোহিঙ্গা তরুণের নাম নুরুল ইসলাম (২৩)। তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকতেন।

 

পুলিশ জানায়, রোহিঙ্গা তরুণ নুরুল ইসলাম নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাঁকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। একপর্যায়ে তাঁর সঙ্গে কথা বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা নিশ্চিত হন যে তিনি রোহিঙ্গা। পরে জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

 

এ ঘটনায় নলছিটি থানার সহকারী উপপরিদর্শক মো. নুরুজ্জামান বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

গ্রেপ্তার রোহিঙ্গা তরুণ নুরুল ইসলাম জানিয়েছেন, গত পবিত্র রমজান মাসে তিনি কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে বের হন। পরে সাইফুল ইসলাম নামের একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে ভোটার হওয়ার চেষ্টা করছিলেন। এ জন্য তিনি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল লতিফের স্বাক্ষরও জাল করেছিলেন।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal