বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
বরিশালের মুলাদী উপজেলায় গত কয়েক দিন ধরে বিভিন্নস্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটছে। তবে এতে কোথাও কোন ক্ষতি হয়নি।
পুলিশ বলছে, ভয়ের কিছু নেই , ‘গচ্ছিত’ বোমাগুলো ফুটছে।
উপজেলার বাটামারা ইউনিয়নের চরসেলিমপুর গ্রামের কালোং হাওলাদারের বাড়িতে বুধবার বেলা ১১টার দিকে ৮-১০টি হাতবোমার বিস্ফোরণ হয়।
এরআগে মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের আফজাল খানের বাড়িতে বালুর স্তুপে রাখা ৪-৫টি হাতবোমার বিস্ফোরণ হয়। তবে বোমা বিস্ফোরণের সময় আশেপাশে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণে শুধু কালোং হাওলাদারের রান্নাঘর উড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সেলিমপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রমজান আলী ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত জব্দ করেছেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে এবং ৮ সেপ্টেম্বর সাড়ে ১১টার দিকে বাটামারা ইউনিয়নের তিন বাড়িতে অসংখ্য হাতবোমার বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় বরিশাল জেলা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়।
বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু বলেন, বাটামারা ইউনিয়নের ৪টি পক্ষের মধ্যে প্রায় প্রতিরাতেই বোমা হামলা ও সংঘর্ষ হতো। সাম্প্রতি পুলিশের মধ্যস্থতায় পক্ষগুলোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বোমা হামলা বন্ধ হয়েছে। তবে আগে তৈরি করা বোমা কেউ গচ্ছিত রাখতে পারে। গত দুই রাতে হয়ত সেগুলোর বিস্ফোরণ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, শান্তি চুক্তির পর বাটামারা ইউনিয়নে হামলা, সংঘর্ষ বন্ধ রয়েছে। গচ্ছিত হাতবোমা বিস্ফোরণে সাধারণ মানুষেকে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন