বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

বরিশালে আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসন, পুলিশ, মহানগর ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন