Advertise top
নির্বাচন

পোস্টাল ব্যালট: বরিশালের ৬ জেলায় ৮৭ হাজার প্রবাসির নিবন্ধন

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম    

পোস্টাল ব্যালট: বরিশালের ৬ জেলায় ৮৭ হাজার প্রবাসির নিবন্ধন
পোস্টাল ব্যালট। প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ৮৬ হাজার ৭১৬ জন প্রবাসি নিবন্ধন করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ৯১৫ এবং নারী ১৮ হাজার ৮০১ জন। অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছেন আরো অনেকে।

 

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রবাসীরা ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনি দায়িত্বরত কর্মকর্তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

 

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হয়। আর একই প্রক্রিয়ায় ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন থেকে প্রবাসীরা এই সুযোগ পেয়ে আসছেন। 

 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধন দেওয়ার তালিকা প্রকাশ করা হয়। এরমধ্যে বরিশাল জেলা থেকে ২৯ হাজার ৪৭৭ জন প্রবাসীর পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৮২৮ জন, নারী সাত হাজার ৬৪৯ জন এবং অনুমোদনের অপেক্ষায় আছেন আরও ১৫৮ জন।

 

ভোলা জেলায় মোট ১৪ হাজার ৮২৩ জন প্রবাসীর মধ্যে পুরুষ ১২ হাজার ৮৫৪ জন, নারী এক হাজার ৯৬৯ জন এবং অনুমোদনের অপেক্ষায় আছে আরও ৯৭ জন।

 

পিরোজপুরের ১১ হাজার ৮৩৪ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৫৬৯ জন এবং নারী দুই হাজার ২৬৫ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আছেন আরও ৪৩ জন।

 

পটুয়াখালীর ১১ হাজার ৭৫৪ জন প্রবাসীর মধ্যে পুরুষ ৯ হাজার ৪১৭ জন ও নারী দুই হাজার ৩৩৭ জনের নিবন্ধন হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আছে ৫৩ জন।

 

বরগুনা জেলার ১১ হাজার ৩২৭ প্রবাসী নিবন্ধন করেছেন।  তাদের মধ্যে পুরুষ আট হাজার ৩৩২ জন এবং নারী দুই হাজার ৯৯৫ জন। অনুমোদনের অপেক্ষায় আরও ৫২ জন।

 

ঝালকাঠির মোট সাত হাজার ৫০১ জন প্রবাসীর পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেন। তাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯১৫ জন এবং এক হাজার ৫৮৬ জন নারী। অনুমোদনের অপেক্ষায় আরও ২৩ জন।

 

এছাড়া ৫৭ হাজার ২৯৩ জন সরকারি চাকরিজীবী, নির্বাচনি কর্মকর্তা, কারাবন্দি এবং আনসার ও ভিডিপি সদস্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার হয়েছেন। এর মধ্যে কারাবন্দি ৩৪৬, আনসার ও ভিডিপি ৭৫৪, নির্বাচনি কর্মকর্তা ১২ হাজার ৪৭৭ এবং সরকারি চাকরিজীবী ৪৩ হাজার ৭১৬ জন।

 

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের নিবন্ধনের জন্য গত ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি রাত ১২টায় নির্ধারিত সময়ের আবেদন করেছিলেন তারা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal