Advertise top
বাংলাদেশ

সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি !

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম    

সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি !
সারদা পুলিশ একাডেমি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মামলায় গ্রেপ্তারের জন্য অভিযানের খবর পেয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির সারদা থেকে পালিয়ে গেছেন ডিআইজি এহসানুল্লাহ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে আইসিটির প্রতিনিধিরা জেলা পুলিশের সহায়তায় বুধবার ভোর ৬টায় সারদা পুলিশ একাডেমিতে পৌঁছান। ডিআইজি এহসানুল্লাহ এই খবর পেয়ে কৌশলে পালিয়ে যান। পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে।  এহসানুল্লাহ এরআগে বরিশালের পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। 

 

এর আগে একই দিনে দুই অতিরিক্ত পুলিশ সুপারকে আটক করা হয়। সিআইডি সূত্র জানায়, দুপুরের দিকে আইসিটির একটি প্রতিনিধির দল সিআইডি ঢাকা মেট্রো অফিস থেকে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশের আরেকটি দল উত্তরা ডিভিশনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এডিসি সালাউদ্দিনকে গ্রেপ্তার করে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal