Advertise top
শিক্ষা

এইচএসসি:  ৭ কলেজে শিক্ষার্থী ৭ জন, পাশ করেছে ১ জন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম    

এইচএসসি:  ৭ কলেজে শিক্ষার্থী ৭ জন, পাশ করেছে ১ জন
বরিশাল শিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের ১২টি কলেজে কেউ পাস করতে পারেননি। এই ১২ কলেজে শিক্ষার্থী মাত্র ৩৫ জন। সবাই ফেল করা ৬টি কলেজে শিক্ষার্থী মাত্র একজন করে। দুই জন, তিন জন, চারজন করেও আছেন শিক্ষার্থী।  

 

অন্য দিকে শতভাগ পাস করা মাত্র দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও এক কলেজের শিক্ষার্থী একজন। আর ৫৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছেন এই প্রতিষ্ঠানটি হলো বরিশাল ক্যাডেট কলেজ।  এছাড়া ৫০ শতাংশের ওপরে পাস করেছে ১৯৭টি কলেজে, ২০ থেকে ৫০ শতাংশ পাস করেছে ১২৪টি কলেজে।

 

এছাড়া শতভাগ ফেল করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বরিশাল কমার্স কলেজ (৬ জন), মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ (৮ জন), বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ (১ জন)।

 

 বরগুনা জেলার বামনা উপজেলার সরকারি সারওয়ারজান পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ (১ জন )।

 

 ভোলা সদররের মেদুয়া কলেজ ( ১ জন), ভোলার ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় (৩ জন), ভোলার লালমোহন উপজেলার বালুরচর দালাল বাজার স্কুল এন্ড কলেজ ( ৬ জন), বোরহান উদ্দিন উপজেলার দেউলা তালুকদার বাড়ি হাই স্কুল এন্ড কলেজ ( ১ জন) ।

 

ঝালকাঠির নলছিটি উপজেলার আব্দুস সালাম কলেজ ( ৪ জন) , নলছিটির রানাপাশা সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ (১ জন) ।

 

পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজ (২ জন) ,পটুয়াখালীর দুমকি নাসিমা-কেয়ামত আলী মহিলা কলেজ ( ১ জন)।  

 

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তাদের আমরা দ্রুত নোটিশ দিয়ে ডাকব। কি কারণে তাদের প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তা খতিয়ে দেখা হবে। কোনো প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal