Advertise top
রাজনীতি

গণপিটুনির শিকার বহিস্কৃত সমন্বয়ক

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম    

গণপিটুনির শিকার বহিস্কৃত সমন্বয়ক
গণপিটুনির শিকার বহিস্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহ

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিস্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহ গণপিটুনির শিকার হয়েছেন। পরে হামলাকারীরাই তাকে হাতপাতালে ভর্তি করে বলে জানা গেছে। 

 

নগরীর জিলা স্কুল মোড়ে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ওই হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মারজুক জিলা স্কুল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর গেটের কাছে অপেক্ষমান ২০/ ২৬ জন যুবক তার উপর চড়াও হয় এবং মারধর করে।

 

খবর পেয়ে কোতয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে হামলাকারীরা পুলিশকে বাধা দেয় এবং পরে আবার তারাই মারজুককে হাসপাতালে ভর্তি করে। তাদের দাবি, মারজুকের দায়ের করা চাঁদাবাজি মামলার ভুক্তভোগীরা তার উপর হামলা করেছে।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারধরের শিকার মারজুক লিখিত অভিযোগ দিলে তারা ব্যবস্থা গ্রহন করবেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal