বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৫, ০৯:২৬ পিএম
ভোলার দৌলতখানে উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের হজু পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি হলেন- দিদারউল্লাহ গ্রামের মো.শাকিলের মেয়ে ফাতেমা (৬) ও মো. হোসেন এর মেয়ে জোবায়দা (৪)। তারা দু'জন খালতো বোন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে তারা নিখোঁজ হন, পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে উভয়ে আপন দুই খালাতো বোন। তাদেরহ হঠাৎ এমন মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। দুই মায়ের বুকফাটা চিৎকারে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। ওই ঘটনায় দিদারউল্লাহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে দুই খালতো বোন বসতঘরের পাশে থাকা পুকুরে নামেন। পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথায়ও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার শুরু করেন। দীর্ঘ ৬ থেকে ৭ ঘন্টা পর অবশেষে রাত ১০ টার দিকে জোবায়দাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর সাড়ে ১০টার দিকে অনেক খুঁজাখুঁজির পর ফাতেমাকেও পুকুরের গভীর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন