বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৫, ০৬:১৭ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
২৫ আগস্ট, সোমবার দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। পরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করছে প্রশাসন। শান্তিপূর্ণ আন্দোলনের পরও ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কোনও পদক্ষেপ না নেওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
রবিবার প্রতীকী অবরোধ করে ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে কোনো কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া না মেলায় সোমবার মহাসড়ক অবরোধ করেন তারা।
তাদের এই তিন দাবি নিয়ে আন্দোলন শুরু হয় ২৭ দিন আগে। কিন্তু কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই দাবি আদায়ে কঠোর কর্মসূচি হিসেবে সড়ক অবরোধ করেছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “আমাদের দেশে রাস্তায় না নামলে উপর মহলের কানে পানি যায় না। আমরা চাই, ইউজিসি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এসে আলোচনা করে সমস্যার সমাধান করুক।”
বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ অতনু দে রনি বলেন, দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। এতে সড়কের দুই প্রান্তে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। বিকাল ৪টার দিকে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এরপর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন