Advertise top
রাজনীতি

চাচাতো ভাই জামায়াতের নেতা, তাই

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ আগষ্ট ২০২৫, ০৮:০০ পিএম       

চাচাতো ভাই জামায়াতের নেতা, তাই
জমি দখল করে ঘর নির্মান করলেন জামায়াত রোকন । ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে এক জমির মালিক তার চাচাতো ভাইয়ের নামে জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ করেছেন থানায়। কিন্তু চাচাতো ভাই জামায়াত ইসলামের রোকন হওয়ায় পুলিশ সেই অভিযোগের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে জানান জমির মালিক জামাল হোসেন হাওলাদার।

 

জমির মালিক জামাল হোসেন হাওলাদার বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা।  তিনি জানান, তার বাবা মতিউর রহমান (মৃত) ২০০৩ সালে চাঁদপাশা মৌজার ৪০৭ নং খতিয়ানে ১০ শতাংশ জমি কেনেন। সেই জমিতে তারা বাড়ী নির্মানের পরিকল্পনা করেন।

 

জামাল হোসেন হাওলাদারের অভিযোগ, তার চাচাতো ভাই আব্দুস সালাম আজাদী পাশের এলাকা গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন জামায়াত ইসলামের একজন রোকন। ওই জামায়াত নেতা গত ১১ জুলাই রাতে লোকজন নিয়ে সেই জমিতে ঘর উঠিয়ে দখলে নেন। তারা তাদের লাগানো গাছপালাও কেটে ফেলেন।

 

জামাল হোসেন আরো জানান, “এসব ঘটনা জানিয়ে থানায় পাঁচটি অভিযোগ দিয়েছি। কিন্তু আমার চাচাতো ভাই জামায়াতের নেতা হওয়ায় কেই সহায়তা করছে না। তিনি দলীয় প্রভাব কাজে লাগিয়ে আমাদের জমিতে যেতে দিচ্ছে না। এমনকি আমাকে প্রকাশ্যে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।”

 

এব্যাপারে জামায়াত নেতার ছেলে মো.মুজাহিদ সাংবাদিকদের বলেন, “আমাদের অন্য জায়গার জমি জামাল হোসেনরা দখল করে রেখেছে। সেই জমি তারা ছাড়ছে না, তাই আমরা তাদের জমিতে ঘর তুলেছি। আমাদের জমি ছেড়ে দিলে আমরাও জমি ছেড়ে দেব।”

 

অভিযোগের ব্যাপারে তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, ঘটনাটি নিযে বৈঠকের কথা ছিল। তবে আমাদের থানা এলাকায় আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকায় বৈঠকে বসা হয়নি। পরবর্তী সময়ে আমরা অভিযোগ নিয়ে তদন্ত করবো।”


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal