Advertise top
শিক্ষা

মাইলস্টোন ট্রাজেডি; মেহেন্দীগঞ্জে সামিউলের দাফন সম্পন্ন

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম    

মাইলস্টোন ট্রাজেডি; মেহেন্দীগঞ্জে সামিউলের দাফন সম্পন্ন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী সামিউল করিম। ছবি” সংগৃহীত

ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল করিমের লাশ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে দাফন দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় বরিশালের স্থানীয় চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামে তাকে দাফন করা হয়।

 

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নম্বর খরকি ওয়ার্ডের শামিম চৌকিদারের ছেলে সামিউল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। স্কুলছাত্রের অকাল মৃত্যুতে গোটা উপজেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এবং তাকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় করে। এ সময় সেখানে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

 

জানা গেছে, শিশু-সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সামিউলের নানা আবু জাহের মালও আদরের নাতিকে হারিয়ে দিশেহারা। তিনি জানান, এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।

 

বৃদ্ধ জাহের মাল বলেন, তার নাতির মতো আর যেনো কোনো শিশুর প্রাণ এভাবে অবলীলায় ঝরে না যায়। এবং সরকারের কাছে আবেদন রাখেন, জনবসতিপূর্ণ এলাকাসমূহে যেনো প্রশিক্ষণ বা যুদ্ধ বিমান চালানো বন্ধ করা হয়।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal