Advertise top
বাংলাদেশ

পুলিশকে কার্যকর করার প্রশ্নে ‘অসন্তুষ্ট’ আইজিপি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম    

পুলিশকে কার্যকর করার প্রশ্নে ‘অসন্তুষ্ট’ আইজিপি
আইজিপি বাহারুল আলম।

আইনশৃঙ্খলার দায়িত্ব পালনে পুলিশের মনোবল যে এখনো ফেরেনি তা মানছেন বাহিনীটির প্রধান বাহারুল আলম।

 

তিনি বলেছেন, “প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে, এরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে সেন্ট পার্সেন্ট ইফেক্টিভ করা। এই জায়গাটায় কিন্তু আমি এখনও সন্তুষ্ট না আপনারা- যাই বলেন। আমি এখনও এই প্রক্রিয়ায় আছি।”

 

শনিবার গেন্ডারিয়ায় ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে গিয়ে দেশের বিভিন্ন স্থানে ‘খুন ও সহিংস ঘটনার’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে আইজিপি নিজেদের ‘চেষ্টার’ কথা তুলে ধরেন।

 

গেল বছরের ৫ অগাস্ট গনঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন ও সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বিভিন্ন স্থাপনায়ও ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশের হিসাবে, আন্দোলন চলাকালীন বাহিনীর ৪৪ জন প্রাণ হারিয়েছেন।

 

অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশকে আবার কাজে ফেরাতে অনেক সময় লেগে যায়; তার জের এখনো চলছে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘চিহ্নিত’ অপরাধীদের এবং যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি নানা ‘প্রতিরোধমূলক’ উদ্যোগের কথা বলেন পুলিশ প্রধান বাহারুল।

 

“আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। আপনারা বলতে পারেন, সেন্ট পার্সেন্ট সফল হইনি। মেবি আমরা ৫০ ভাগও সফল হয়তোবা হইনি। যে ধরনের বিস্তৃত দেখা যাচ্ছে…আমাদেরকে উপায় খুঁজতে হবে।”

সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal