Advertise top
রাজনীতি

মিটফোর্ডের সামনে হত্যা; বরিশালে প্রতিবাদ

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম    

মিটফোর্ডের সামনে হত্যা; বরিশালে প্রতিবাদ
ঢাকায় মিটফোর্ডের সামনে হত্যা; বরিশালে প্রতিবাদ

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বরিশালের শিক্ষার্থীরা।

 

শুক্রবার, ১১ জুলাই গত রাতে পৃথকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এই মিছিল থেকে স্লোগান ওঠে, ‘চব্বিশের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘যুবদল মানুষ মারে তারেক রহমান কি করে’, ‘যুবদল সন্ত্রাস করে তারেক রহমান কি করে’, ‘সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘বীর বাঙালির বায়না, সন্ত্রাস চায় না’।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক দশ মিনিট অবরোধ করে বিক্ষোভ শেষে আবার বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

 

অপরদিকে একই দিন রাত সাড়ে দশটার দিকে শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ছাত্র-জনতার ডাকে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

তারা অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা দেশব্যাপী হত্যা, লুটপাট, নৈরাজ্য করছে। অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তোলেন তারা।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল প্রধান কাজী জায়েদ বলেন, দেশব্যাপী নৈরাজ্য বন্ধের দাবিতে আমাদের এ বিক্ষোভ মিছিল।

 

বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরাও রাত সাড়ে নয়টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

 

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল নথুল্লাবাদ হয়ে সদর রোডসহ নানা সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal