বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৬:২৬ পিএম আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:১৫ পিএম
পটুয়াখালী জেলার কলাপাড়ায় বৃষ্টি থেকে বাচঁতে গিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুর শিকার হয়েছেন রামিম তালুকদার নামের এক যুবক। রামিম ওই উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারি গ্রামের রহমান তালুকদারের ছেলে।
কলাপাড়া থানার এস আই শাহ আলম জানান, পেশায় জেলে রামিম তালুকদার গত রাত ১২টার পরে নদী থেকে মাছ শিকার করে বাসায় ফিরছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তিনি রাস্তার পাশে রাখা একটি অটো রিকশায় উঠে বসেন। আর সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা গেছে, ঘটনার সময় অটোরিকসাটি চার্জে দেওয়া ছিল, আর কখন অটোরিকসাটি বিদ্যুতায়িত হয়ে যায় কারোরই তা জানা ছিল না।
ফজরের নামাজের পর রামিমের মা খাদিজা বেগম বাইরে গিয়ে অটোরিকশার মধ্যে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে স্বজন ও এলাকাবাসী ছুটে এসে মরদেহ অটোরিকশা থেকে নামান।
খবর পেয়ে আজ শনিবার সকালে কলাপাড়া পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
কলাপাড়া থানার এস আই বলেন, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন