বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:১২ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, “আয়াতুল্লাহ আলী খামেনিকে আর থাকতে (বেঁচে) দেওয়া যাবে না। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত সোরোকা হাসপাতাল পরিদর্শনের পর ইসরায়েল কাৎজ এ হুশিয়ারি দেন।
ইসরায়েল কাটজ বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। তিনি ব্যক্তিগতভাবে ইসরায়েলের হাসপাতালগুলোতে গুলি চালানোর নির্দেশ দেন। তিনি ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে একটি লক্ষ্য বলে মনে করেন। এই ধরনের ব্যক্তিকে আর থাকতে দেওয়া যাবে না।’
এর আগে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, আজ বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশে একটি সামরিক ঘাঁটি, হাসপাতালটি নয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন