বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:৩২ পিএম
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে বরিশালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান ।
এর আগে ১৭ মে ঢাকার কেরাণীগঞ্জ থেকে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করা হয়।
তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র ও বরিশার ৫ আসনের এমপি শওকত হোসেন হিরনের স্ত্রী।
বরিশালের কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জেবুন্নেছা আফরোজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার পদ স্থগিত হওয়া নেতা মারজুক আব্দুল্লাহর দায়ের করা বিস্ফোরক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আসামিকে আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষ থেকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়। আদালত মামলাটি যাচাই শেষে দৃশ্যমান গ্রেপ্তারের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘আসামি পক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তা নামঞ্জুর করেন।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন