বরিশাল নিউজ
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:১৪ পিএম
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৪৮ ঘন্টা সময় দিয়ে ৯ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন শুরু করেছেন । শনিবার সকাল ৯টায় তারা ক্যাম্পাসের সব কক্ষে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজটি সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকায় অবস্থিত। এদিন সকাল থেকেই পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। তারা জানান, পরীক্ষায় নকলের দায়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারকে বহিষ্কার করা হয়েছিল। এতে তিনি আত্মহত্যা করেন। কম্বাইন্ড সিস্টেমে পরীক্ষার কারণে চাপ সামাল দিতে না পেরে ধ্রুবজিৎ এমন করেছেন বলে মনে করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ব্যর্থ। এটি শিক্ষার্থীদের মধ্যে গভীর সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এ ছাড়া গুণগত শিক্ষা ও মূল্যায়ন নিশ্চিত না হওয়ায় কম্বাইন্ড একাডেমিক সিস্টেমের জটিলতায় তারা দীর্ঘদিন ধরে একাডেমিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন।
ভোগান্তির নিরসন জানিয়ে বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী সীমান্ত, শাওন মাহমুদ, শাওলী ঘোষ, শুভ, ফাহিম ভূঁইয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন