বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৩৪ পিএম
বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় যাত্রীবাহি মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক গৃহবধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন যাত্রী ।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, মাদারীপুরের কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। নিহত মর্জিনা বেগম ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।
এছাড়াও দূর্ঘটনা কবলিত উভয় গাড়ির পাঁচজন যাত্রী আহত হয়। গুরতর আহত মুরাদ কাজী মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল, পলাশ বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। হয়েছে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন