বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৮:০৫ পিএম
কয়েক দিনব্যাপী ভয়াবহ যুদ্ধবিমান , ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের পর শনিবার তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণায় উভয় দেশকে ‘সাধারণ জ্ঞান’ প্রয়োগের জন্য অভিনন্দন জানিয়ে বিষয়টি প্রথম প্রকাশ করেন।
ইসলামাবাদ থেকে এএফপি জানায়, ট্রাম্পের ঘোষণার কয়েক মিনিটের মধ্যে ইসলামাবাদ ও নয়াদিল্লির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। এ সময় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যকার উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছিল।
ট্রাম্প ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে লেখেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি—ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশকে সাধারণ বুদ্ধিমত্তা ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য অভিনন্দন।'
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান, 'বিকেল ৫টা (গ্রিনিচ সময় ১১:৩০) থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।'
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেন, 'পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।' তিনি আরও বলেন, 'নিজস্ব সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রেখেই পাকিস্তান বরাবরই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা চেয়েছে।'
সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন