বরিশাল নিউজ
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯:০৯ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ভিসি ড. শুচিতা শারমিনের পদত্যাগ একদফা দাবিতে আন্দোলন শুরু করেছেন।এজন্য আজ তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষে মিছিল করেন।
সমাবেশে তারা বলেন, “ক্যাম্পাসের নানা সমস্যা নিয়ে ২২ দফা দাবি ছিল আমাদের। কিন্তু উপাচার্য সেসব দাবি না মেনে উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এখানে ফ্যাসিস্টদের পুনর্বাসনের পাশাপাশি প্রশাসনে ফ্যাসিবাদ কায়েম করেছেন তিনি। মামলা প্রত্যাহারের দাবি জানানো হলে উল্টো আমাদের কাছে মুচলেকা চান তিনি।”
তারা আরও বলেন,ভিসিকে অপসারণ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। তাকে অপসারণ না করা হলে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণাঞ্চল শাটডাউন করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এর আগে রবিবার দুপুরে ববি উপাচার্যের অপসারণে একদফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন