বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম
বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের চাপায় সোনিয়া বেগম (২১ )নামে এক গৃহবধু নিহত হয়েছেন। সোনিয়া তার স্বামীর সাথে মোটরসাইকেলে বাড়ীতে যচ্ছিলেন। শনিবার,২৬ এপ্রিল দুপুরে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নবগ্রাম রোডে এ দুর্ঘটনা ঘটে ।
এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানিয়েছেন, নিহত সোনিয়া বেগম রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কড়াপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সরদারের স্ত্রী। ওসি আরো বলেন, ওমর ফারুক মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে বরিশাল নগরী থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। নবগ্রাম রোডের পেশকার বাড়ি এলাকায় পৌঁছালে ঝালকাঠি থেকে বরিশাল নগরীগামী সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে মাথা থেঁতলে যায় সোনিয়ার। এতে ঘটনাস্থলে তার সোনিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন