Advertise top
গণমাধ্যম

নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোলা প্রেসক্লাবে কমিটি গঠন

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১০:২৮ পিএম    

নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোলা প্রেসক্লাবে কমিটি গঠন
ভোলা প্রেসক্লাবের কমিটির সদস্যবৃন্দ। ছবি: বরিশাল নিউজ

ভোলা প্রেসক্লাবে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।  ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক নজরুল হক অনুর সভাপতিত্বে শুক্রবার রাতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

সভায় উপস্থিত সদস্যরা বলেন, গত বছরের ৫ আগষ্টের পর একাধিক কমিটি গঠিত হওয়ায় ভোলায় মারাত্মক ইমেজ সংকটে পরে ভোলা প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজ। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য ভোলার সাংবাদিকসহ সুশীল সমাজ ও রাজনৈতিক মহল একটি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। তার আলোকে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। এর আগে তারা গঠনতন্ত্র সংশোধন এবং নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের আয়োজন করবে।

 

ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি নজরুল হক অনু সভাপতি, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার সহ-সভাপতি, মানব জমিন প্রতিনিধি মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, ডিবিসি ও বনিক বার্তা প্রতিনিধি এইচ এম জাকির যুগ্ম সাধারণ সম্পাদক, যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন কোষাধ্যৰ, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা দপ্তর সম্পাদক, ইসলামিক টিভি প্রতিনিধি মোঃ সুলাইমান ক্রীড়া সম্পাদক, সংবাদ প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার সাংস্কৃতকি সম্পাদক, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম পাঠাগার সম্পাদক এবং ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান ও একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু সদস্য মনোনীত করা হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal