বরিশাল নিউজ
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
সাংবাদিক মাইনুল হাসান এর ২১ তম মৃত্যুবার্ষিকী আজ । ২০০৪ সালের ২রা অক্টোবর তিনি চলে যান না ফেরার দেশে।
সততা, স্বচ্ছতার এবং কর্মদক্ষতার জন্য সাংবাদিকসহ বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
তিনি জীবনের শেষ সময় পর্যন্ত সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় স্টাফ রিপোর্টারের পাশাপাশি তিনি কাজ করতেন বিবিসি, রয়টার্স, এবং চ্যানেল আইতে।
১৯৭৩ সালে আনুষ্ঠানিকভাবে শুরু করেন সাংবাদিকতা। সেই সময় থেকে কাজ করেছেন মুক্তিযুদ্ধের পত্রিকা সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ, গণকণ্ঠ, মর্নিং সান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্যা নিউ নেশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
তিনি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে একাধিকবার দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার প্রতি নিবেদিত প্রাণ মাইনুল হাসান স্মরণে বরিশাল প্রেসক্লাব ২০০৫ সালে তাঁর নামে প্রেসক্লাবভবনে ‘মাইনুল হাসান মিলনায়তন’ প্রতিষ্ঠা করে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন বরিশাল প্রেসক্লাব সংলগ্ন আগরপুর সড়কের নতুন নামকরণ করেন ‘সাংবাদিক মাইনুল হাসান সড়ক’।
বরিশালের সাংবাদিকদের কাছে মাইনুল হাসান পেশাদার সাংবাদিকতার পথিকৃত হিসাবে পরিচিত। তাদের প্রিয় ‘মাইনুল ভাই’কে নিয়ে ২০০৫ সালে তিন সাংবাদিক সংগঠন বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টাস ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠা করে ‘সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদ’।
সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে আজ সকালে তাঁর কবর জিয়ারত করেন সংগঠনের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন